এতদ্বারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫ মে/১৩ ইং হতে ০৫ জুন/১৩ পর্যন্ত রামগতি উপজেলায় জেলেদের নিবন্ধন কার্যক্রমের উদ্দেশ্যে শিক্ষকগন বাড়ী বাড়ী গিয়ে তথ্য ফরম পুরন সম্পন্ন করেছে। ইতোমধ্যে তালিকা যাচাই বাচাই কার্যক্রম শেষ হয়েছে। যেহেতু ১০ জুলাই/১৩ হতে নিবন্ধনকৃত জেলেদের ছবি তোলার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তাই অত্র দপ্তর কর্তৃক অতি শীঘ্রই ছবি তোলার তারিখ মাইকিং করে জানিয়ে দেয়া হবে। এমতাবস্থায় জেলেদের ছবি তোলার তারিখে উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা যাচ্ছে। আরো উল্লেখ্য যে, যে সমস্ত জেলেরা সময়মত তথ্য ফরম পুরন করতে ব্যর্থ হয়েছেন তারা পরবর্তীতে নিবন্ধন করার সুযোগ পাবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস